একজন স্বাভাবিক সুস্থ মহিলার গর্ভকালীন সময়ে গড়ে কত কেজি ওজন বাড়তে পারে?

A ২০ কেজি

B ১৫ কেজি

C ১২ কেজি

D ৫ কেজি

Solution

Correct Answer: Option C

একজন স্বাভাবিক সুস্থ মহিলার গর্ভকালীন সময়ে গড়ে ১২ কেজি ওজন বাড়তে পারে। এই ওজন বৃদ্ধির মধ্যে রয়েছে:
- ভ্রূণ ও ভ্রূণের তরল: ৩-৪ কেজি 
- জরায়ু, স্তন, গর্ভাশয়ের অ্যাডনেক্সা: ২-৩ কেজি
- রক্ত ও তরল: ২-৩ কেজি 
- গর্ভবতী অবস্থায় শরীরের চর্বি: ২-৩ কেজি
- গর্ভকালীন সময়ে ওজন বৃদ্ধির হার প্রথম তিন মাসে ০.৫-২.৫ কেজি,
-  পরের তিন মাসে প্রতি সপ্তাহে ৫০০ গ্রাম-১ কেজি এবং শেষ তিন মাসে প্রতি সপ্তাহে ১৫০ গ্রাম-১ কেজি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions