পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ কোনটি?
Solution
Correct Answer: Option B
- পূর্ণবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ হলো ১২০/৮০ মিলিমিটার মার্কারি।
- এখানে প্রথম সংখ্যাটি (১২০) হলো সিস্টোলিক চাপ, যা হৃৎপিণ্ডের সংকোচনের সময়কার চাপ।
- দ্বিতীয় সংখ্যাটি (৮০) হলো ডায়াস্টোলিক চাপ, যা হৃৎপিণ্ডের দুটি সংকোচনের মধ্যবর্তী বিশ্রামের সময়কার চাপ।
- রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি হলে তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে।
- স্বাভাবিকের চেয়ে কম রক্তচাপকে নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন বলা হয়।
- রক্তচাপ মাপার যন্ত্রকে স্ফিগমোম্যানোমিটার বলে।