The weight of any object is the highest in the -
Correct Answer: Option D
Solution:
পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা । তাই ভূ-পৃষ্ঠের সর্বত্র G এর মান সমান নয় বলে বস্তুর ওজন
ও সর্বত্র সমান নয় । মেরু অঞ্চলে G এর মান বেশি বলে সেখানে কোন বস্তুর ওজনও বেশি হবে । আর বিষুবীয় অঞ্চলে G এর
মান কম বলে সেখানে কোন বস্তুর ওজনও কম হবে । পৃথিবীর কেন্দ্রে ও মহাশূন্যে G এর মান শূন্য । উল্লেখ্য এই G হলো
Gravitational Acceleration বা অভিকর্ষজ ত্বরণ ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions