Which key can be used to display the save-as box in MS word?

A F12

B F9

C F6

D F5

Solution

Correct Answer: Option A

F1 থেকে F12 পর্যন্ত যে এক ডজন কি আছে সেগুলোকে ফাংশন কি বলা হয়। ফাংশন কী গুলোর কাজ :
F1 : সহায়তাকারী কি হিসেবে ব্যবহূত হয়। F1 চাপলে প্রতিটি প্রোগ্রামের ‘হেল্প’ চলে আসে।
F2 : সাধারণত কোনো ফাইল বা ফোল্ডারের নাম বদলের (রিনেম) জন্য ব্যবহূত হয়। 
F3: এটি চাপলে মাইক্রোসফট উইন্ডোজসহ অনেক প্রোগ্রামের সার্চ সুবিধা চালু হয়।
F4 : ওয়ার্ডের last action performed আবার (Repeat) করা যায় এ কি চেপে। 
F5 : মাইক্রোসফট উইন্ডোজ, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদি Refresh করা হয় F5 চেপে।
F6 : এটা দিয়ে মাউস কারসারকে ওয়েব ব্রাউজারের ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) নিয়ে যাওয়া হয়। 
F7 : ওয়ার্ডে লেখার বানান ও ব্যাকরণ ঠিক করা হয় এ কি চেপে। 
F8 : অপারেটিং সিস্টেম চালু হওয়ার সময় কাজে লাগে এই কি। 
F9 : কোয়ার্ক এক্সপ্রেস ৫.০-এর মেজারমেন্ট টুলবার খোলা যায় এই কি দিয়ে।
F10 : ওয়েব ব্রাউজার বা কোনো খোলা উইন্ডোর মেনুবার নির্বাচন করা হয় এ কি চেপে। 
F11: ওয়েব ব্রাউজার পর্দাজুড়ে দেখা যায়।
F12 : ওয়ার্ডের Save as উইন্ডো খোলা হয় এ কি চেপে। 

---কী-বোর্ডের যেসকল বোতাম চেপে কোনো অক্ষর বা বর্ন টাইপ করা হয় না ,কিন্তু অক্ষর বা বর্ন বিন্যাসের কাজ এবং অন্যান্য ধরনের কাজ করা হয়,সে সব বোতামকে মডিফায়ার কী বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions