Which country has introduced a new currency with six fewer zeros recently?
Solution
Correct Answer: Option B
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং উচ্চ মদ্রাস্ফীতির কারণে অর্থনীতি ক্ষতিগ্রস্থ হওয়ায় ভেনিজুয়েলা সরকার তার মুদ্রা ' বলিভার' এর মূল্যমান নির্ধারণ , মুদ্রাস্ফীতি এবং অর্থনীতির বেহাল দশা থেকে দেশকে বাচাতেঁ পুরনো মুদ্রা বলিভারের নাম পরিবর্তন করে 'সভেরিয়ান বলিভিয়ান' রাখে । আর মুদ্রার মূল্যমান কমিয়ে আনতে ১ অক্টোবর , ২০২১ ভেনিজুয়েলা মুদ্রা থেকে ৬ টি শূন্য বাদ দিয়ে নতুন মুদ্রার মূল্যমান নির্ধারণ করেন । উদাহরণস্বরূপ ,পূর্বের ১০,০০০০০ বলিভারের বর্তমান মূল্যমান ১ বলিভার নির্ধারণ করা হয়েছে