নিচের ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেয়া আছে। কোনটি সমকোণী ত্রিভুজ হবে?
Solution
Correct Answer: Option D
এখানে,
22 + 32 = 4 + 9 = 13 ≠ 42 = 16
42 + 52 = 16 + 25 = 41 ≠ 62 = 36
32 + 42 = 9 + 16 = 25 ≠ 72 = 49
32 + 42 = 9 + 16 = 52 = 25
∴ 3, 4 ও 5 একক দৈর্ঘ্যের বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যায় ।