Solution
Correct Answer: Option B
- OPV-এর পূর্ণরূপ হলো ওরাল পোলিও ভ্যাকসিন (Oral Polio Vaccine)।
- এটি পোলিওমাইলাইটিস বা পোলিও রোগ প্রতিরোধের জন্য মুখে ফোঁটা হিসেবে খাওয়ানো হয়।
- পোলিও একটি ভাইরাসজনিত রোগ যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে এবং পক্ষাঘাতের কারণ হতে পারে।
- BCG যক্ষ্মার টিকা, DPT ডিপথেরিয়া-হুপিংকাশি-ধনুষ্টঙ্কারের টিকা এবং TT শুধু ধনুষ্টঙ্কার রোগের টিকা।