Correct Answer: Option B
বাগযন্ত্রের ক্ষুদ্রতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা শব্দাংশকে বলে-অক্ষর।
অক্ষর মূলত দুই প্রকার।যথাঃ
- মুক্তাক্ষর: যে অক্ষর উচ্চারনে বাতাস বাধাপ্রাপ্ত হয়না বা শ্বাসরুদ্ধ হয়না তাকে মুক্তাক্ষর বলে। মুক্তাক্ষরকে টেনে পড়া যায়। যেমনঃ "তুমি, আমি" এই দুটো শব্দেই দুটো করে মুক্তাক্ষর আছে। তুমি=তু(১)+মি(১)=২টি মুক্তাক্ষর
- বদ্ধাক্ষর: যে সব অক্ষর উচ্চারণ কালে একা উচ্চারিত হতে পারেনা বা পরবর্তী শব্দের সাথে মিলিয়ে পড়তে হয় এবং দীর্ঘ করে টেনে পড়া যায় না তাকে বদ্ধাক্ষর বলে।
'নাতিশীতোষ্ণমণ্ডল' শব্দে ৭ টি অক্ষর রয়েছে (না + তি + শী + ত + উষ্ণ + মণ্ + ডল)
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions