Correct Answer: Option C
প্রশ্নে বলা হচ্ছে যে, 10 জন ছাত্রের গড় বয়স 15 বছর । ঐ গ্রুপ আরো 5 জন ছাত্র যোগ দিলে মোট 15 জন ছাত্রের গড় বয়স 1 বছর
বৃদ্ধি পায় । নতুন যোগদানকৃত 5 জন ছাত্রের বয়সের গড় কত ?
10 জন ছাত্রের বয়সের সমষ্টি = 10 \( \times \) 15 = 150 বছর
আবার, 15 জন ছাত্রের গড় বয়স হবে = 15 + 1 = 16 বছর
15 জন ছাত্রের বয়সের সমষ্টি = 15 \( \times \) 16 = 240 বছর
নতুন যোগদানকৃত 5 জন ছাত্রের বয়সের সমষ্টি = 240 - 150 = 90 বছর ।
অতএব, তাদের বয়সের গড় হবে = 90/3 = 18 বছর ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions