Having been acquitted on all charges, he can now hold his head ______ ?
Correct Answer: Option C
Solution:
Hold your head high - খুব আত্মবিশ্বাসী ও গর্বিত হওয়া ।
বাক্যটির দুটি অংশ । অংশ দুটিকে কমা (,) দিয়ে পৃথক করা হয়েছে । তাই কমা (,) এর আগের অংশের ভাবের সাথে
মিল রেখে পরের অংশের শূন্যস্থানে শব্দ বসাতে হবে । প্রথম অংশে বলা আছে, সে All charges থেকে Acquit বা মুক্ত
হয়েছে । এখন যুক্তির সাহায্যে চিন্তা করলে বুঝা যায় যে, এখন সে ____ ভাবে চলতে পারবে । এমন, শূন্যস্থানে এমন শব্দ
হবে যা দ্বারা গর্বিত হওয়া, আত্মবিশ্বাসী বা এ ধরণের Positive ভাব প্রকাশ পায় । এ কারণে অপশন c) এর High শব্দটি বসবে ।
অর্থঃ Having been acquitted on all charges, he can now hold his head high - সকল অভিযোগ থেকে মুক্ত হয়ে সে \
এখন আত্মবিশ্বাস ও গর্ব নিয়ে চলতে পারবে ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions