The scholar was known for his _____ comments; however, everyone who knew him recalled that he was never ______ in his personal dealings.
Correct Answer: Option C
Solution:
| Unfavorable - অপছন্দনীয়; অপ্রিয় | Sentimental - আবেগসম্পৃক্ত |
| Slanderous - মিথ্যা কলঙ্ক আরোপকারী | Benevolent - দয়ালু; সদাশয় |
| Vituperative - গালিগালাজপূর্ণ; কটূক্তিপূর্ণ | Caustic - তিক্ত; তীব্র; বিদ্রূপাত্মক |
| Punitive - শাস্তিমূলক | Munificent - দানবীর; মহাপ্রাণ |
বাক্যটির দুটি অংশ । অংশ দুটিকে সেমিকোলন(;) দিয়ে পৃথক করা হয়েছে । প্রথম অংশ পড়লে কিছুই বুঝা যায় না ।
কারণ Comment ভালো বা খারাপ - যেকোনটি হতে পারে । তবে উত্তর অপশনগুলো পড়লে দেখা যায় সবগুলোই Negative শব্দ ।
তাই অপশনগুলো পড়লে বুঝা যায় মন্তব্যটি Negative ছিল । এরপর আছে However; তাই পরের অংশটি প্রথম অংশের উল্টা ভাব প্রকাশ করবে ।
দ্বিতীয় শূন্যস্থানের আগের Never শব্দটি লক্ষ্য করুন । Never যেহেতু Negative, তাই এর সাথে আরেকটি Negative শব্দ বসবে, যাতে দ্বিতীয় অংশে একটি
Positive ভাব প্রকাশ পায় । একারণে অপশন b) benevolent এবং d) munificent - তে Positive শব্দ থাকায় বাদ যাবে । অপশন a) বাদ যাবে,
কারণ Unfavorable এবং Sentimental এ দুটি শব্দ অপশনে বসালে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে না । তাই অপশন c) এর Vituperative এবং
Caustic শব্দদ্বয় বসালে বাক্যটি দাঁড়ায় ঃ Scholar তার Vituperative মন্তব্যের জন্য পরিচিত । এরপরে বলা হয়েছে, However প্রত্যেকেই এটা অবগত
যে তিনি কখনোই তার ব্যক্তিগত Dealings এ Caustic নয় ।
বাক্যের অর্থঃ পণ্ডিত ব্যক্তিটি তার অপ্রিয় বক্তব্যের জন্য পরিচিত । যাইহোক,যারা তাকে চিনেন তার জানেন যে সে তার ব্যক্তিগত বিষয়ে আবেগপ্রবণ নয় ।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions