If -2 < a < 11 and 3 < b < 12, then which of the following is NOT true ? 

A  1 < a + b < 23 

B  - 14 < a - b < 8 

C  - 7 < b - a < 14 

D  1 < b + a < 23 

E  -24 < ab < 132 

Solution

Correct Answer: Option C

Solution: 

প্রশ্নে আছে, a এবং b এর মান অসমতা আকারে দেয়া আছে । কোনটি সত্য নয় ? 

এটি Slove করার আগে 5 টি উত্তর অপশনে চোখ বুলান । দেখুন a + b, a - b এবং ab অর্থাৎ যোগ, বিয়োগ এবং গুণ আছে । 

তাই অসমতাগুলো আগে যোগ করুনঃ 

 -2 + 3 < a + b < 11 + 12           => 1 < a + b < 23     অর্থাৎ a) এবং d) সত্য । 

এখন গুণ করিঃ 

 (-2) (3) < ab < 11 \( \times \) 12            => - 6 < ab < 132  

 যেহেতু এটি -6 এর জন্য সত্যি তাই   -24 < ab অবশ্যই সত্যি হবে । এজন্য e) সত্য । 

এবার বিয়োগ করি । আর অসমতার বিয়োগের ক্ষেত্রে আগে যাকে বিয়োগ করেতে হবে তার চিহ্ন পরিবর্তিন করে নিতে হবে । এরপর দুটো অসমতা যোগ 

করলেই বিয়োগ ফল পাওয়া যাবে । 

অর্থাৎ সরাসরি অসমতার বিয়োগ হয় না তাই, 3 < b < 12 

 => -12 < - b < - 3  কারণ (-) চিহ্ন দিয়ে গুন করলে শেষের মান শুরুতে এবং শুরুর মান শেষে আসবে । এখন, 

              - 2 < a < 11 

             -12 < - b < - 3 

        ____________________

      (+) - 14 < a - b < 8  যা b) তে আছে  । তাই b) সত্য হতে পারে । 

  যেহেতু, a), b), d) এবং e) সত্য । তাই c) সত্য নয় । এটি নিচের মতো করে দেখতেও পারেন । 

        3 - 11 < b - a < 12 - (-2) 

=>  কিন্তু c) তে আছে  - 7 < b - a < 14  তাই c) সত্য নয় । 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions