___ is awarded the WITSA Global ICT Excellence Awards 2019.

A Nagad

B Bkash

C Ucash

D Rocket

Solution

Correct Answer: Option A

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক খাতে ডিজিটালাইজেশনের জন্য ডাক বিভাগ কর্তৃক চালুকৃত মোবাইল ব্যাংকিং সেবা নগদ ২০২০ সালে ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজির সম্মেলনে ডিজিটাল অপরচুনিটি অ্যান্ড ইনক্লুশন বিভাগে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সের 'গ্লোবাল আইসিটি এক্সিলেন্স পুরষ্কার ' লাভ করে।উল্লেখ্য, ডাক বিভাগের ব্র্যান্ড ব্যবহার করে ২০১৯ সালে থার্ড ওয়েভ টেকনোলজিস নামের একটি বেসরকারী প্রতিস্থান 'নগদ' সেবা চালু করে ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions