A women says, "If you reverse my own age, the figures represents my husband's age. He is, of course, senior to me and the difference between our ages is one-eleventh of our sum. "what is the age of women ?
Correct Answer: Option C
Solution:
একজন নারী বলছেন যে, তুমি যদি আমার বয়সটা উল্টিয়ে দাও, তবে যেটা হবে সেটা হলো আমার স্বামীর বয়স ।
সে অবশ্যই আমার চাইতে বড় । আর আমাদের বয়সের পার্থক্য হলো আমাদের বয়সের সমষ্টির এগার ভাগের এক ভাগ ।
এখন প্রশ্ন হলো - ঐ নারীর বয়স কত ?
a) তে আছে 23 years. এটা হবে না । কারণ 23 এর বিপরীত হলো 32 এবং 23 + 32 = 55 আর বয়সরে পার্থক্য হলো = 32 - 23 = 9.
এখানে 9 অবশ্যই 55 এর এগারো ভাগের এক ভাগ নয় ।
b) তে আছে, 34 years. এটিও হবে না । কারণ, 34 এর বিপরীত হলো 43 এবং 34 + 43 = 77 আর বয়সের পার্থক্য হলো = 43 - 34 = 9.
c) তে আছে, 45 years. এটা হবে । কারণ, 45 এর বিপরীত হলো 54 এবং 45 + 54 = 99 আর তাদের বয়সের পার্থক্য হলো = 54 - 45 = 9 বছর
যা \(\frac{9}{{99}} = \frac{1}{{11}}\) = অংশ । তাই সঠিক উত্তর c).
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions