Mr. Ashfaq lived a)at Dhaka b)since 1960 to 1975, c)but he is d)now living at Sylhet. 

A a) at

B  b) since  

C  c) but 

D  d) now living 

Solution

Correct Answer: Option B

এই ধরনের বাক্য সমাধান করতে হলে কখন Since বসে আর কখন For বসে তা যেমন জানতে হবে, ঠিক তেমনি কখন Form বসে তাও আপনাকে জানতে হবে । 

 Since 1960 to 1975 দ্বারা আসলে কোন সময় থেকে শুরু হয়ে কোন সময় পর্যন্ত ঘটনাটি চলেছে তার কথা বলা হয়েছে, তাই এই বাক্যে Since এর পরিবর্তে From হবে । 

আর From 1960 to 1975 দ্বারা আসলে Mr. Ashfaq 1960 থেকে শুরু করে 1975 পর্যন্ত Dhaka'য় ছিলেন বুঝানো হচ্ছে বলে উত্তর b). 

মনে রাখবেন, Since দ্বারা কোন সময় থেকে ঘটনাটির শুরু হয়েছে তা নিদির্ষ্ট করে বলা হয় । কিন্তু ঘটনাটির কোন সময়ে শেষ হয়েছে বা কোন সময় থেকে কোন সময় পর্যন্ত চলেছে তা 

 Since দ্বারা বুঝায় না । 

 Shortcut: আপনি 1960 to 1975 এই সময়ের মধ্য to শব্দটি লক্ষ্য করুন । এখানে From ........ to এর Structure ব্যবহৃত হয়েছে । মনে রাখবেন, দুটি নির্দিষ্ট সময়ের ব্যাপ্তি বুঝাতে

সাধারণত form ....... to ........ হয় । তাই বাক্যে সমাধানের ক্ষেত্রে আপনি বিভিন্ন Structure সম্পর্কে ধারণা রাখবেন । 

 বাক্যের অর্থঃ Mr. Ashfaq 1960 থেকে 1975 পর্যন্ত ঢাকায় বাস করেছেন কিন্তু এখন তিনি সিলেটে বাস করছেন । 

 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions