দেশের প্রথম 'এলিফ্যান্ট ওভারপাস' কোথায় অবস্থিত?

A লাংলোক, বান্দরবান

B লোহাগাড়া, চট্টগ্রাম

C সীতাকুণ্ড, চট্টগ্রাম

D নলিতাবাড়ী, শেরপুর

Solution

Correct Answer: Option B

- বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার প্রথম এলিফ্যান্ট ওভারপাস চট্টগ্রামের লোহাগাড়ায় অবস্থিত।
-এ ওভারপাসে পাহাড়ের নিচে সুড়ঙ্গ দিয়ে চলে ট্রেন আর ওপরে নির্বিঘ্নে চলাচল করে হাতিসহ অন্যান্য বণ্যপ্রাণী।
- ১১ নভেম্বর, ২০২৩ সালে এলিফ্যান্ট ওভারপাসটির উদ্বোধন করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions