A person who leaves his or her own country to settle in another=
Solution
Correct Answer: Option A
এখানে, সঠিক উত্তর হবে ' Emigrant'
Emigrant শব্দটির অর্থ হলো অভিবাসী।
অর্থাৎ কোনো ব্যক্তি তার দেশ ছেড়ে অন্য দেশে স্থায়ীভাবে বসবাস করে তাই অভিবাসী।
আর, যে দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করে সে সেই দেশের immigrant.
Foreigner হচ্ছে অন্য দেশ থেকে আগত ব্যক্তি ।
Traveler হচ্ছে যে নিজ দেশ থেকে অন্য দেশে ভ্রমন করতে যায়।
সুতরাং, সঠিক উত্তর হচ্ছে 'Emigrant'