সম্প্রতি ক্রিকেট বলের আঘাতে কোন ক্রিকেটারের মৃত্যু ঘটে?

A    রমন লাম্বা

B    ফিলিপ হিউজ

C    বব উলমার

D    কোনটি সঠিক নয়

Solution

Correct Answer: Option B

 

২৫/১১/২০১৪ তারিখে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা-শেফিল্ড শিল্ডের একটি ম্যাচে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে নিউ সাউথওয়েলসের বিপক্ষে মাঠে নেমেছিলেন ফিলিপ হিউজ। ৬৩ রানে অপরাজিত থাকার সময় প্রতিপক্ষের বোলার শন অ্যাবোটের একটি বাউন্সার বল তাঁর মাথায় প্রচণ্ড আঘাত হানে। কানের পাশে আঘাত পেয়ে সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি। হাসপাতালে নিবিড়-পরিচর্যাকেন্দ্রে দু’দিন পর ২৭/১১/২০১৪ তারিখে তাঁর মৃত্যু হয়।  ২৫ বছর বয়সী এই অস্ট্রেলীয় ক্রিকেটার দেশের হয়ে ২৬টি টেস্ট ও ২৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।

Note : This answer might change. We always try to keep it updated. If you think it's still not changed, please contact us.

Last Updated On : 13 July, 2015

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions