সম্প্রীতি কোন দেশে দূষণ বীমা চালু করা হয়?

A    চীন

B    যুক্তরাষ্ট্র

C    যুক্তরাজ্য

D    ইতালি

Solution

Correct Answer: Option A

 

‘স্মোগ ইন্স্যুরেন্স’ বা দূষণ বীমা চালু করেছে চীনের একটি কোম্পানি। চীনের যে ছয়টি শহর অতিমাত্রায় দূষিত সেসব শহরে পর্যটকদের জন্য এ বীমা চালু করা হয়েছ। সিট্রিপ নামে একটি অনলাইন ট্রাভেলস এজেন্সির সাথে পিং এন ইন্স্যুরেন্স কোম্পানি এ বীমা চালু করেছে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions