The social system of 'Kulinism' (Kulin Pratha) was introduced in Bengal by which Sena ruler?

A Ballala Sena

B Hemanta Sen

C Vijaya Sena

D Lakshmana Sena

Solution

Correct Answer: Option A

- 'কুলীন প্রথা' বা কৌলীন্য প্রথা ছিল বাংলার হিন্দু সমাজে একটি সামাজিক স্তরবিন্যাস ব্যবস্থা।
- সেন বংশের রাজা বল্লাল সেন এই প্রথাটি চালু করেন।
- এই প্রথার মাধ্যমে ব্রাহ্মণ, কায়স্থ এবং বৈদ্যদের মধ্যে বংশমর্যাদা ও গুণের ভিত্তিতে 'কুলীন' এবং 'অকুলীন'—এই দুই ভাগে ভাগ করা হয়েছিল।
- এর মূল উদ্দেশ্য ছিল সামাজিক বিশুদ্ধতা রক্ষা করা এবং গুণী ব্যক্তিদের মর্যাদা দেওয়া।
- সেন বংশ বাংলায় পালবংশের পরে প্রতিষ্ঠিত হয়।
- এই বংশের শুরু হয় ১১ শতকের শেষ দিকে।
- বিজয় সেনকে সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions