During which dynastic rule was the 'Charjapad', the earliest example of Bengali literature, composed?
A Sena Dynasty
B Pala Dynasty
C Gupta Dynasty
D Chandra Dynasty
Solution
Correct Answer: Option B
- 'চর্যাপদ' হলো বাংলা সাহিত্যের সবচেয়ে প্রাচীন নিদর্শন।
- এটি পাল রাজবংশের শাসনামলে (আনুমানিক ৮ম থেকে ১২শ শতক) রচিত হয়েছিল।
- চর্যাপদের গানগুলো মূলত বৌদ্ধ সহজিয়া সাধকদের দ্বারা রচিত হয়েছিল।
- এর বিষয়বস্তু হলো বৌদ্ধ ধর্মমতের সাধন ভজনের তত্ত্বপ্রকাশ।
- এর কবিরা ছিলেন সহজঘানী বৌদ্ধ।
- প্রাচীন বাংলা ভাষার চর্যাপদের মোট ৫০ টি পদের ২৩ জন কবির নাম পাওয়া যায়।
- চর্যাপদে আরও একজন পদকর্তার নাম আছে, কিন্তু তার পদটি নেই। সেটি ধরলে চর্যার পদ সংখ্যা ৫১ এবং কবি ২৪ জন।
- তবে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থ 'Buddhist Mystic Songs' গ্রন্থে ২৩ জন কবির নাম আছে।
- আর সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' গ্রন্থে ২৪ জন কবির কথা বলা হয়েছে।