Solution
Correct Answer: Option A
- যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
- সরল বাক্যের প্রধান অংশ ২টি।
যথা:
১) উদ্দেশ্য (বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য বলে।)
২) বিধেয় (উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয়, তাকে বিধেয় বলে)।
- যেমন: আয়নাল এখন বই লিখছে। প্রদত্ত উদাহরণে 'আয়নাল' হলো উদ্দেশ্য ও 'বই লিখছে' হলো বিধেয়।