সরল বাক্যের প্রধান অংশ কয়টি?

A ২ টি

B ৩ টি

C ৪ টি

D ৫ টি

Solution

Correct Answer: Option A

- যে বাক্যে একটি মাত্র কর্তা (উদ্দেশ্য) এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া (বিধেয়) থাকে, তাকে সরল বাক্য বলে।
- সরল বাক্যের প্রধান অংশ ২টি।
যথা:
১) উদ্দেশ্য (বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয়, তাকে উদ্দেশ্য বলে।)
২)  বিধেয় (উদ্দেশ্য সম্বন্ধে যা বলা হয়, তাকে বিধেয় বলে)। 

- যেমন: আয়নাল এখন বই লিখছে। প্রদত্ত উদাহরণে 'আয়নাল' হলো উদ্দেশ্য ও 'বই লিখছে' হলো বিধেয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions