'কবর' কবিতাটি কোন ছন্দে রচিত?

A অক্ষরবৃত্ত

B ত্রিপদি

C মাত্রাবৃত্ত

D স্বরবৃত্ত

Solution

Correct Answer: Option C

● পল্লীকবি জসিমউদ্দীনের বিখ্যাত কবিতা 'কবর'। এই কবিতাটি প্রথম 'কল্লোল' পত্রিকায় প্রকাশিত হয়। পরবর্তীকালে এটি কবির 'রাখালী' কাব্যগ্রন্থে সংকলিত হয়। কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। 

জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থগুলো:
 - নক্সীকাঁথার মাঠ,
 - ধানক্ষেত, 
 - রূপবতী, 
 - রাখালী, বালুচর, 
 - মাটির কান্না ইত্যাদি। 
 
শিশুতোষ গ্রন্থগুলো হলো:
 - হাসু, এক পয়সার বাঁশি ও ডালিম কুমার। 
 
 তার রচিত নাটকগুলো:
- মধুমালা, 
- বেদের মেয়ে, 
- পল্লীবধূ ও গ্রামের মায়া।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions