নিচের কোনটি বন্দে আলি মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ?
Solution
Correct Answer: Option D
- বন্দে আলী মিয়া ১৯০৬ সালে পাবনা জেলার রাধানগরে জন্মগ্রহণ করেন।
- বন্দে আলী মিয়া ছিলেন প্রখ্যাত কবি, ঔপন্যাসিক, শিশু সাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর।
- তিনি তার কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় দিয়েছেন।
- তিনি প্রথম ‘ইসলাম দর্শন’ পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দেন।
শিশুসাহিত্যে অবদানের জন্য যে সকল পুরস্কার লাভ করেন :
- বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২),
- প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৫) এবং
- উত্তরা সাহিত্য মজলিস পদক (১৯৭৭) লাভ করেন।
তাঁর রচিত শিশুতোষ গ্রন্থগুলো হলো:
- 'চোর জামাই' (১৯২৭),
- 'মেঘকুমারী' (১৯৩২),
- 'মৃগপরী' (১৯৩৭),
- 'বোকা জামাই' (১৯৩৭),
- 'কামাল আতাতুর্ক' (১৯৪০),
- 'ডাইনী বউ' (১৯৫৯),
- 'রূপকথা' (১৯৬০),
- 'কুঁচবরণ কন্যা' (১৯৬০),
- 'ছোটদের নজরুল' (১৯৬০),
- 'শিয়াল পণ্ডিতের পাঠশালা' (১৯৬৩)।
তাঁর রচিত কাব্য:
- 'ময়নামতির চর' (১৯৩২),
- 'অনুরাগ' (১৯৩২),
- 'পদ্মা নদীর চর' (১৯৫৩),
- 'মধুমতীর চর' (১৯৫৩),
- 'ধরিত্রী' (১৯৭৫)।
তাঁর রচিত উপন্যাস:
- 'বসন্ত জাগ্রত দ্বারে' (১৯৩১),
- 'শেষ লগ্ন' (১৯৪১),
- 'অরণ্য গোধূলি' (১৯৪৯),
- 'নীড়ভ্রষ্ট' (১৯৫৮)।