Solution
Correct Answer: Option C
ধরি,
হেনার বর্তমান বয়স = x বছর
6 বছর পূর্বে হেনার বয়স ছিলো = x - 6 বছর
12 বছর পর হেনার বয়স হবে = x + 12 বছর
প্রশ্নমতে,
x - 6 = (1/4)(x + 12)
বা, 4x - 24 = x + 12
বা, 4x - x = 24 + 12
বা, 3x = 36
∴ x = 12
হেনার বর্তমান বয়স = 12 বছর।