Solution
Correct Answer: Option B
- ভূপেন হাজারিকা ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত সংগীতশিল্পী।
- তিনি ভারতের আসাম রাজ্যের গৌহাটি জেলায় ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং ৫ নভেম্বর, ২০১১ সালে মৃত্যুবরণ করেন।
- বাংলা, হিন্দি ও অসমিয়া- এ তিন ভাষাতেই আকাশচুম্বি জনপ্রিয়তা পায় তার গান। আমি এক যাযাবর, মানুষ মানুষের জন্য, সাগরে সঙ্গমে, দোলা হে দোলা, প্রতিধ্বনি শুনি- গানগুলো বাংলাদেশের মানুষের হৃদয়েও স্থান করে নিয়েছে।
- তার নিজ জেলা গৌহাটির মানুষ তাবে ভালবেসে 'ব্রহ্মপুত্রের কবি' বলে ডাকতো।
- তিনি ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 'ভারতরত্ন (মরণোত্তর) অর্জন করেন।