Who is known as the 'Poet of Brahmaputra'?

A Shamol Mitra

B Bhupen Hazarika

C Abbas Uddin

D Manna Dey

Solution

Correct Answer: Option B

- ভূপেন হাজারিকা ছিলেন ভারতীয় উপমহাদেশের একজন প্রখ্যাত সংগীতশিল্পী।
- তিনি ভারতের আসাম রাজ্যের গৌহাটি জেলায় ১৯২৬ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এবং ৫ নভেম্বর, ২০১১ সালে মৃত্যুবরণ করেন।
- বাংলা, হিন্দি ও অসমিয়া- এ তিন ভাষাতেই আকাশচুম্বি জনপ্রিয়তা পায় তার গান।  আমি এক যাযাবর, মানুষ মানুষের জন্য, সাগরে সঙ্গমে, দোলা হে দোলা, প্রতিধ্বনি শুনি- গানগুলো বাংলাদেশের মানুষের হৃদয়েও স্থান করে নিয়েছে।

- তার নিজ জেলা গৌহাটির মানুষ তাবে ভালবেসে 'ব্রহ্মপুত্রের কবি' বলে ডাকতো।
- তিনি ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা 'ভারতরত্ন (মরণোত্তর) অর্জন করেন। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions