- MS Word-এ CTRL+E শর্টকাট কী-টি নির্বাচিত টেক্সট বা অনুচ্ছেদকে কেন্দ্র সমন্বয় (Centre alignment) করে।
- এটি টেক্সটকে পৃষ্ঠার মাঝখানে স্থাপন করে, যার ফলে বাম ও ডান পাশে সমান পরিমাণ খালি জায়গা থাকে।
- এই ফরম্যাটিং বৈশিষ্ট্য শিরোনাম, উপশিরোনাম বা যেকোনো টেক্সটকে আকর্ষণীয় ও সুসংগঠিত করতে ব্যবহৃত হয়।
কম্পিউটার Keyboard এর শর্টকাট -
- CTRL + C: কপি।
- CTRL + X: কাট।
- CTRL + V: পেস্ট।
- CTRL + Z: আনডু।
- CTRL + B: অক্ষর বোল্ড করা।
- CTRL + U: অক্ষর আন্ডার লাইন করা।
- CTRL + I: অক্ষর ইটালিক করা।
- CTRL + K: হাইপারলিংক ডায়ালগ ওপেন হওয়া।
- CTRL + ESC: Start menu চালু।
- CTRL + Home: ডকুমেন্ট এর শুরুতে যাওয়া।
- CTRL + End: ডকুমেন্ট এর শেষে যাওয়া।
- CTRL + SHIFT + ESC: টাস্ক ম্যানেজার।