The keyboard command to reboot a computer is -
Solution
Correct Answer: Option C
- একটি কমান্ডের মাধ্যমে কম্পিউটার অফ হয়ে আবার অন হওয়াকে রিবুট (Roboot) বলে।
- অর্থাৎ রিস্টার্ট (Restart) হলো রিবুট।
- কম্পিউটার রিবুট ও নতুন প্রোগ্রাম চালু করতে উইন্ডোজ অপারেটিং সিস্টেম Ctrl+ Alt+ Delete কমান্ড দিতে হয়।
- Ctrl + Alt + Delete এর অন্য নাম Three Finger Salute।
- এ কী বোর্ডটি উইন্ডোজ নিরাপত্তা ও টাস্ক ম্যানেজারকে তলব করে।