'ঝির ঝির করে বাতাস বইছে'- এখানে দ্বিরুক্ত শব্দটি কোন অর্থ প্রকাশ করছে ?

A ভারেব গভীরতা

B ধ্বনি ব্যঞ্জনা

C পৌনঃপুনিকতা

D সামান্যতা

Solution

Correct Answer: Option B

- বাংলা ভাষায় কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলোকে দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ প্রকাশ করে।
- এ ধরনের শব্দের পরপর দুইবার প্রয়োগেই দ্বিরুক্ত শব্দ গঠিত হয়।
- যেমন: ঝির ঝির করে বাতাস বইছে।
- এখানে 'ঝির ঝির' শব্দদ্বিত্ব দ্বারা অব্যয়ের ধ্বনিব্যঞ্জনা বুঝানো হয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions