'আমির হামজা' রচনা করেন কে?
A আলাওল
B ফকির গরিবুল্লাহ
C সৈয়দ হামজা
D রেজাউদ্দৌলা
Solution
Correct Answer: Option B
- দোভাষী পুঁথি সাহিত্যের প্রথম ও সার্থক কবি ফকির গরীবুল্লাহ রচিত কাব্য 'আমীর হামজা'।
- কিন্তু তিনি বইটির রচনা শেষ করে যেতে পারেননি।
- তাই এর দ্বিতীয় অংশ রচনা করেন সৈয়দ হামজা।