Abortion বলা হয় কত সপ্তাহের আগে?
Solution
Correct Answer: Option A
- গর্ভাবস্থার ২৮ সপ্তাহের আগে গর্ভপাত ঘটলে তাকে Abortion বলা হয়।
- সাধারণত এটি স্বাভাবিক প্রসব বা শিশুর বেঁচে থাকার ক্ষমতার আগেই ঘটে।
- ২৮ সপ্তাহ পর গর্ভপাত ঘটলে তাকে Preterm Delivery হিসেবে ধরা হয়।