Solution
Correct Answer: Option A
- হেপাটাইটিস হলো লিভারের প্রদাহ।
- শরীরে এই রোগের বিস্তার ঘটলে পেটে জল আসা, রক্ত পায়খানা ও রক্ত বমি হতে পারে।
- হেপাটাইটিস ভাইরাস পাঁচ রকমের।
- যথা: এ, বি, সি, ডি এবং ই ভাইরাস।
- এর মধ্যে 'এ' এবং 'ই' ভাইরাস দূষিত খাবার ও পানির মাধ্যমে ছড়ায়।
- কিন্তু বি, সি এবং ডি ভাইরাস অনিরাপদ যৌনসঙ্গম, অনিরাপদ রক্ত গ্রহণ, ইনজেকশনের মাধ্যমে নেশাজাতীয় দ্রব্য গ্রহণ, একাধিক ব্যক্তির একই ব্লেড-কাঁচি ব্যবহার এবং সন্তান জন্মদানের সময় আক্রান্ত মা থেকে শিশুতে সংক্রমণ হতে পারে।
- স্ত্রী অ্যানোফিলিস মশা মানবদেহে ম্যালেরিয়া রোগের জীবাণু ছড়ায়।