ভাঙ্গাহাড় নির্ণয়ে কোন রশ্মি ব্যবহৃত হয়?

A রঞ্জন রশ্মি

B আলফা রশ্মি

C বিটা রশ্মি

D গামা রশ্মি

Solution

Correct Answer: Option A

- রঞ্জন রশ্মি ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট এক ধরনের তড়িত চৌম্বক তরঙ্গ বিকিরণ।
- এর অপর নাম এক্স-রে।
- শক্তিশালী ইলেকট্রন স্রোত ধাতব লক্ষ্য বস্তুর উপর পতিত হলে রঞ্জন রশ্মি উৎপন্ন হয়।
- রঞ্জনরশ্মি চিকিৎসা ক্ষেত্রে ভাঙ্গা হাড় শনাক্ত ও ফুসফুসের জটিলতা পরীক্ষা, গোয়েন্দা বিভাগ ও গবেষণা কাজে ব্যবহার করা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions