আটলান্টিক সনদে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের পক্ষে স্বাক্ষর করেন কে কে?
A জিমি কার্টার ও রানী দ্বিতীয় এলিজাবেথ
B জর্জ ডব্লিউ বুশ ও টনি ব্লেয়ার
C রোনাল্ড রিগ্যান ও মার্গারেট থেচার
D ফ্রাংকলিন ডি রুজভেল্ট ও উইনস্টোন চার্চিল
Solution
Correct Answer: Option D
- দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন অস্থির সময়ে ১৪ আগস্ট, ১৯৪১ সালে মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী 'প্রিন্সেস অব ওয়েলস'-এ বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য 'আটলান্টিক সনদ' নামে একটি খসড়া প্রণয়ন করেন।
- এ সনদে যুক্তরাষ্ট্রের পক্ষে ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট ও ব্রিটিশদের পক্ষে উইনস্টন চার্চিল স্বাক্ষর করেন।