Solution
Correct Answer: Option B
- নরসিংদী জেলার বেলাব উপজেলা থেকে প্রায় তিন কিলোমিটার পশ্চিমে কয়রা নদীর তীরে অবস্থিত উয়ারী এবং বটেশ্বর নামক দুটি গ্রাম।
- এই দুটি গ্রামেই পাওয়া গেছে প্রাচীন উয়ারী বটেশ্বর নামক প্রত্নস্থল।
- ধারণা করা হয় ৪৫০ খ্রিষ্টপূর্বাব্দে মৌর্য যুগে উয়ারী বটেশ্বরে একটি সভ্যতার যাত্রা শুরু হয়।
- ১৯৩০ সালের দিকে উয়ারী বটেশ্বরকে প্রথম জনসমক্ষে আনেন স্থানীয় শিক্ষক হানিফ পাঠান।
- ২০০০ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে শুরু হয় খনন কাজ।
- ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদ উয়ারী বটেশ্বরকে টলেমির বর্ণনা দেওয়া 'সোনাগড়া' বলে উল্লেখ করে থাকেন।