ইসরাইল ও প্যালেস্টাইন মুক্তি সংস্থা পারস্পারিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করে কবে?

A ১৩ ই সেপ্টেম্বর ১৯৯৩

B ১১ই সেপ্টেম্বর ১৯৯৪

C ১২ই সেপ্টেম্বর ১৯৯৫

D ১৩ই অক্টোবর ১৯৯৬

Solution

Correct Answer: Option A

- প্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে ২০ আগস্ট, ১৯৯৩ সালে নরওয়ের রাজধানী অসলোতে গোপন বৈঠকের মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO) এবং ইসরাইল 'অসলো চুক্তি' সম্পাদনে একমত হন এবং ১৩ সেপ্টেম্বর, ১৯৯৩ সালে এ চুক্তিটি স্বাক্ষর করে।
- এ চুক্তির ফলে ইসরাইল ও PLO একে অপরকে স্বীকৃতি দেয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions