২০২৫ সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন "COP 30" কোন দেশে অনুষ্ঠিত হবে?
A স্পেন
B ব্রাজিল
C ইতালি
D মিশর
Solution
Correct Answer: Option B
- COP বা Conference of the Parties হলো জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন।
- জাতিসংঘের আয়োজনে প্রতিবছরই COP বা জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে।
- জলবায়ু ব্যবস্থাকে মানুষের বিপজ্জনক তৎপরতা থেকে রক্ষা করাই এর লক্ষ্য।
- UNFCCC ১৯৯৫ সাল থেকে Conference of the parties (COP) সম্মেলন আয়োজন করে আসছে।
- ২০২৪ সালে 'COP-29' সম্মেলন অনুষ্ঠিত হবে আজারবাইজানের বাকুতে।
- আর ২০২৫ সালে 'COP-30' সম্মেলন ব্রাজিলে অনুষ্ঠিত হবে।