Solution
Correct Answer: Option A
- যে সকল স্নায়ু মেরুরজ্জু হতে বের হয়ে শরীরের বিভিন্ন অংশে গিয়ে অথবা শরীরের বিভিন্ন অংশ হতে এসে মেরুরজ্জুতে এসে প্রবেশ করেছে তাকে সুষুম্না স্নায়ু (Spinal Nerve) বলে।
- মানব দেহে Spinal Nerve এর সংখ্যা ৩১ জোড়া।
- সুষুমা স্নায়ু শরীর এবং মেরুদণ্ডের মধ্যে মধ্যস্থতা বা যোগাযোগকারী হিসেবে কাজ করে।