Solution
Correct Answer: Option C
- Puerperal Period বা প্রসূতি পরবর্তী সময়কাল হলো সেই সময়, যখন একজন নারীর শরীর গর্ভধারণ ও প্রসবের পর ধীরে ধীরে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
- এই সময়টি প্রসবের পর থেকে শুরু হয়ে প্রায় ৬ সপ্তাহ বা ৪২ দিন পর্যন্ত স্থায়ী হয়।
- এই সময়কালে জরায়ু তার গর্ভধারণ-পূর্ব অবস্থা ফিরে পায় এবং হরমোনগত পরিবর্তনসহ শারীরিক ও মানসিক সমন্বয় ঘটে।
- Puerperal Period-এ নারীর সংক্রমণ বা অন্যান্য শারীরিক সমস্যার ঝুঁকি বেশি থাকে, তাই এই সময় বিশেষ যত্ন নেওয়া জরুরি।