Solution
Correct Answer: Option B
- শিশু জন্মের ১ ঘণ্টার মধ্যে মায়ের বুকের দুধ দিতে হয়।
- শিশু জন্মের প্রথম ২-৩ দিন পর্যন্ত মায়ের বুকের দুধকে শাল দুধ বলে।
- এতে প্রচুর এন্টিবডি থাকে, যা শিশুর দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে।
- এটাকে শিশুর জীবনের প্রথম টিকাও বলা হয়।
- মায়ের দুধের প্রোটিনকে লেকটো এলবুমিন বলে।
- যদি বাচ্চা প্রথম ৬ মাস কেবল মায়ের বুকের দুধ খায় তবে তাকে এক্সক্লুসিভ দুধ পান বলে।
- মায়ের দুধে শিশুর মস্তিষ্কের বৃদ্ধির জন্য টরিন নামক উপাদান থাকে।
- দুধে শর্করার পরিমাণ ৭.৪ গ্রাম। আর গরুর দুধে শর্করা থাকে ৪.৬ গ্রাম।