Solution
Correct Answer: Option A
- ডায়রিয়া বা ডিসেন্টারি (Dysentery) একটি সাধারণ ব্যাকটেরিয়াল রোগ, যা মূলত শিগেলা বা অ্যামিবা নামক ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়।
- এই রোগে পেটের ব্যথা, অতিরিক্ত পায়খানা, রক্ত বা মিউকাস নির্গমন হতে পারে এবং এটি দ্রুত চিকিৎসা না করলে গুরুতর পরিণতি ঘটাতে পারে।
- অন্যদিকে, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু এবং ম্যালেরিয়া ভাইরাস বা পরজীবী দ্বারা সৃষ্ট রোগ, যা ব্যাকটেরিয়াল রোগ নয়।