'এ' এর বিকৃত উচ্চারণ কোনটি?

A এ্যা

B অ্যা

C

D এঁ

Solution

Correct Answer: Option B

- ‘এ’ বর্ণের উচ্চারণ দুই রকম। যথা: এ এবং অ্যা।
- সাধারণ উচ্চারণ [এ], কিন্তু পাশের ধ্বনির প্রভাবে ‘এ’ কখনো কখনো [অ্যা] উচ্চারিত হয়।
- একটি [একটি], দেশ [দেশ], এলো [এলো] হলো 'এ' বর্ণের স্বাভাবিক উচ্চারণ।
- একটা [অ্যাক্টা], বেলা [ব্যালা], খেলা [খ্যালা] হলো 'এ' বর্ণের [অ্যা] উচ্চারণ বা বিকৃত উচ্চারণ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions