'যে অরণ্যে আলো নেই' নাটক এর নাট্যকার হলেন-

A সৈয়দ শামসুল হক

B আলাউদ্দিন আল আজাদ

C মমতাজউদ্দিন আহমেদ

D নীলিমা ইব্রাহিম

Solution

Correct Answer: Option D

- নীলিমা ইব্রাহিম রচিত মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘যে অরণ্যে আলো নেই' (১৯৭৪)।
- এ নাটকে মুক্তিযুদ্ধের সময় যৌন নির্যাতনের শিকার এক নারী নিজের পীড়াদায়ক অভিজ্ঞতা ব্যক্ত করেছেন।

নীলিমা ইব্রাহিম রচিত নাটকঃ
- রোদজ্বলা বিকেল
- সূর্যাস্তের পর
- নব মেঘদূত
- দুইয়ে দুইয়ে চার 
- যে অরণ্যে আলো নেই(মুক্তিযুদ্ধ ভিত্তিক)
- রমনা পার্কে। 

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions