Solution
Correct Answer: Option D
- নিকারাগুয়া মধ্য আমেরিকার একটি প্রজাতন্ত্র।
- এটি উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
- এর রাজধানী মানাগুয়া।
- অন্যদিকে, নাইজেরিয়া, নাইজার ও নামিবিয়া আফ্রিকা মহাদেশের রাষ্ট্র।
- দেশ ৩টির রাজধানী যথাক্রমে, আবুজা, নিয়ামে ও উইন্ডহুক ।