ড. আনিসুজ্জামান এর লেখা গ্রন্থ কোনটি?
Solution
Correct Answer: Option D
- আনিসুজ্জামান রচিত প্রথম গ্রন্থ 'মুসলিম মানস ও বাংলা সাহিত্য' (১৯৬৪)।
- এতে সামাজিক ইতিহাসের পটভূমিকায় বাঙালি মুসলমানদের সাহিত্যকর্মে (১৭৫৭- ১৯১৮) ভাষা, সাহিত্য, ধর্ম, রাজনীতি ও অর্থনীতি সম্পর্কিত ভাবনা উদ্ঘাটিত হয়েছে।
- তাঁর রচিত অন্যান্য গ্রন্থ:
- 'স্বরূপের সন্ধানে',
- 'বাঙালি নারী সাহিত্যে ও সমাজে',
- 'সংস্কৃতি ও সংস্কৃতি সাধক',
- 'আমার একাত্তর',
- 'কাল নিরবধি',
- 'মুক্তির সংগ্রাম' ও
- 'বিপুলা পৃথিবী' ইত্যাদি।
- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস 'গণদেবতা' (১৯৪২);
- আহমদ ছফা রচিত প্রবন্ধ 'বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস' (১৯৭২);
- ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র 'শিখা' (১৯২৭) পত্রিকা।