'মনোরম' শব্দের সন্ধি বিচেছদ কোনটি?

A মনঃ+রম

B মন+রম

C মনো+রম

D মনো+অম

Solution

Correct Answer: Option A

- বিসর্গ সন্ধির নিয়মানুসারে, অ-কারের পরস্থিত স্ জাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি, নাসিক্য ধ্বনি কিংবা অন্তস্থ য, অন্তস্থ ব, র, ল, হ থাকলে অ-কার ও স্ জাত বিসর্গ উভয় স্থলে ও-কার হয়।
- যেমন: মনঃ+রম = মনোরম, তিরঃ+ধান = তিরোধান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions