Who was known as a 'Sabyasachi' writer in Bangladesh?
Solution
Correct Answer: Option A
সৈয়দ শামসুল হক:
- তিনি ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত 'সব্যসাচী' লেখক হিসেবে সমধিক পরিচিত।
- তাঁর লেখা জনপ্রিয় গান ‘হায়রে মানুষ রঙীন ফানুস’।
- তাঁর জীবনের প্রথম মঞ্চনাটক- ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।
- তিনি ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন।
তাঁর রচিত কাব্যনাট্য:
- নূরলদীনের সারাজীবন,
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- এখানে এখন।
তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস,
- শীত বিকেল,
- আনন্দের মৃত্যু,
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান,
- জলেশ্বরীর গল্পগুলো।