Which Bangladeshi Scientist discovered 'Panchabrihi' new method of rice cultivation?
A Dr. Sattar Mondol
B Dr. Shakila Salam
C Dr. ABM Arif Hasan Khan Robin
D Dr. Abed Chowdhury
Solution
Correct Answer: Option D
- বাংলাদেশি জিন বিজ্ঞানী ধান গবেষক ও লেখক ড. আবেদ চৌধুরী পঞ্চব্রীহি ধানের উদ্ভাবন করেন।
- এটি একবার রোপনে পাঁচবার ধান দেবে ভিন্ন ভিন্ন মৌসুমে।
- পঞ্চ মানে পাঁচ আর ব্রীহি অর্থ ধান।
উল্লেখ্য, ড. আবেদ চৌধুরী মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে জন্ম গ্রহণ করেন।
- তিনি যুক্তরাষ্ট্রে কৃষি বিষয়ে উচ্চ শিক্ষা শেষে অস্ট্রোলিয়ায় জাতীয় গবেষণা সংস্থার প্রধান ধান গবেষক হিসেবে কাজ করেন।