Which of the following computer language is written in binary codes only?
Solution
Correct Answer: Option B
- কম্পিউটার শুধু ০ (শূন্য) এবং ১ (এক) বুঝতে পারে।
- আর এই ০ ও ১ দিয়ে লেখা ভাষাকে মেশিন ভাষা (Machine Language) বলে।
- কম্পিউটারে নিজস্ব ভাষা বা মৌলিক ভাষা হচ্ছে মেশিন ভাষা।
- এটি প্রথম প্রজন্মের প্রোগ্রামিং ভাষা।
- সি, সি+ এবং প্যাস্কেল তৃতীয় প্রজন্মের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ।