At what profit percent must an article be sold so that by selling at half that price, there will be a loss of 30%?
Solution
Correct Answer: Option D
ধরি,
দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা
এবং লাভে দ্রব্যটির বিক্রয়মূল্য ক টাকা
এখন দ্রব্যটি ক এর অর্ধেক মূল্যে বিক্রয় করলে ৩০ টাকা ক্ষতি হয়।
∴ ১০০ - ক/২ = ৩০
বা, ২০০ - ক = ৬০
বা, ক = ২০০ - ৬০
∴ ক = ১৪০
∴ ক টাকা বিক্রয় করলে লাভ হয় = ক - ১০০ = ১৪০ - ১০০ = ৪০ টাকা
∴ ৪০% লাভে বিক্রয় করতে হবে।